নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোহনপুরের ধৌরজামুয়া এলাকার একটি মাঠে চাষের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বাবা ও ছেলের। মৃতরা হলো ৫০ বছর বয়সী দুলাল কর ও ৩০ বছর বয়সী ছেলে বিষ্ণুপদ কর।
স্থানীয় সূত্রে জানা যায়, নিত্যদিনের মতো দুলালবাবু মাঠে কাজ করতে গিয়েছিলেন। কিন্তু মাঠে বিদ্যুৎ এর তার ছিঁড়ে পড়ায় ওই তার স্পর্শ করতে বিদ্যুৎস্পৃষ্ট হন। এদিকে সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় বিষ্ণুপদ মাঠে গিয়ে বাবাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে স্পর্শ করলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পুলিশ খবর পেয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। প্রসঙ্গত, গত ২৬ শে অক্টোবর মোরখা গ্রামে এক পুকুরের মালিক মাছ চুরি ঠেকাতে পুকুরের চারপাশে বিদ্যুৎ এর তার বিছিয়ে রেখেছিলেন। আর এক দম্পতি ওই পুকুরে নামতে গিয়ে সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।