নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েত এলাকায় বনহরি গ্রামে সিপিএমের একটি শাখা কার্যালয়ে দরজার তালা ভেঙে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। সিপিএম কর্মীরা কার্যালয় খুলতে এসে দেখেন, দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে আছে।
আর ভিতরে চেয়ার-টেবিল ভেঙে নথিপত্র নষ্ট করা হয়েছে। এছাড়া কার্যালয়ের মধ্যে মদের বোতল পড়ে থাকতে দেখা যায়। এরপর সিপিএম কর্মীরা পুলিশের কাছে লিখিত অভিযোগ করে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার আবেদন জানান।
এছাড়া সিপিএম এই ঘটনার প্রতিবাদে ও দুষ্কৃতীদের ধরার দাবীতে এলাকায় একটি মিছিলও করে। সিপিএমের দাবী, ‘‘সামনেই পঞ্চায়েত নির্বাচন হওয়ায় দল নানা কর্মসূচী নিচ্ছে। জনসমর্থনও বাড়ছে। এই কারণে হামলা হতেই পারে।’’
এলাকার সিপিএম নেতা তথা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য শীতল বাউড়ি জানান, ‘‘যেহেতু হামলা হতে দেখিনি তাই নির্দিষ্ট করে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না। কিন্তু যেভাবে মূল রাস্তার গা ঘেঁষে থাকা দলীয় কার্যালয়ে ঢুকে তাণ্ডব চালানো হয়েছে, তাতে এটা স্পষ্ট যে, হামলাকারীরা নিয়মিত দলীয় কার্যালয় খোলা এবং আমাদের রাজনৈতিক গতিবিধি পছন্দ করছে না।’’