নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দক্ষিণ-পূর্ব দিল্লির কালিন্দীকুঞ্জের একটি আবাসনে দড়ি ছিঁড়ে লিফ্ট ভেঙে মৃত্যু হয়েছে ৪৪ বছর বয়সী নবাব শাহ নামে এক জন নির্মাণ ব্যবসায়ীর। এই ঘটনাকে কেন্দ্র করে আবাসন জুড়ে এক আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।
জানা গিয়েছে, নবাববাবু ৭ বছর বয়সী ছেলে ফারহানকে নিয়ে চার তলার ফ্ল্যাট থেকে বেরিয়ে লিফ্টে উঠেছিলেন। কিন্তু আচমকা কয়েক সেকেন্ডের মধ্যে লিফ্টটি ঝনঝন শব্দে সবেগে নামতে নামতে বিকট শব্দে এক তলায় ভেঙে পড়ে।
এরপর বিকট আওয়াজ শুনতে পেয়ে অন্যান্য আবাসিকরা ছুটে এসে নবাববাবু ও ফারহানকে উদ্ধার করে যশোলা বিহার নামে একটি হাসপাতাল ভর্তি করেন। তবে নবাববাবু হাসপাতালেই মারা যান। আর ফারহানের অবস্থা আশঙ্কাজনক।

- Sponsored -
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারেন, মাত্র দু’বছর আগে তৈরী হওয়া এই আবাসনে লিফ্টটির যথাযথ রক্ষণাবেক্ষণ করা হত না। এই ঘটনায় পুলিশ ৩০৪এ (গাফিলতির কারণে মৃত্যু) সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছেন।
কিন্তু যে সংস্থা আবাসনটি নির্মাণ করেছেন এখনো অবধি সেই মালিকের খোঁজ পাওয়া যায়নি। তবে পুলিশ এই বিষয়টির তদন্ত করে তার তল্লাশি শুরু করেছেন।