মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল রাতেরবেলা আবারও উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের ছকু সাউ গলিতে প্রকাশ্যে গুলি চলাকালীন গুলিবিদ্ধ হন গৌরব প্রসাদ নামে এক তৃণমূল কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, সন্ধ্যাবেলা থেকেই গৌরব তৃণমূলের পার্টি অফিসে বসে ছিলেন। ওই সময় কয়েক জন দুষ্কৃতী বাইকে চেপে সেখানে এসে অফিসের মধ্যে ঢুকে তার সাথে দেখা করে। প্রথমে তাদের মধ্যে কিছুক্ষণ বচসা হয়। এরপর গৌরবকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি লাগে কোমরের নীচের অংশে।
গুলির শব্দে পার্টি অফিসের সামনে লোকজন জড়ো হয়ে যায়। তারপর আহত অবস্থায় প্রথমে গৌরবকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
তৃণমূলের স্থানীয় নেতৃত্ব গুলিবিদ্ধ তাকে হাসপাতালে দেখতে এসে অভিযোগ করেন, “গুলি ও বোমাবাজির মতো ঘটনা ভাটপাড়ার কপালে লেখা। কিছু মানুষ শান্ত ভাটপাড়াকে অশান্ত করার জন্য চক্রান্ত করে চলেছেন। বরাতজোরে গৌরব বেঁচে গিয়েছেন।”
তবে পুলিশ খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু দিয়েছেন। এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত এবং গুলি কোন উদ্দেশ্যে চালানো হয়েছে তাও জানার চেষ্টা চলছে। পাশাপাশি এই ঘটনার সাথে রাজনৈতিক কোনো যোগ রয়েছে কিনা সেই দিকটাও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।