নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের ভগবানগোলা থানার দিঘা এলাকায় কৃষি জমির আল দেওয়া নিয়ে বিবাদের জেরে শম্ভুনাথ মণ্ডল নামে এক প্রৌঢ়ের যৌনাঙ্গ ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী মহিলা ভানুমতী মণ্ডলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে দুই পরিবারের মধ্যে কৃষি জমি নিয়ে বিবাদ চলছিল। শম্ভুনাথবাবু ওই জমিতে আল বাঁধতে গেলে প্রতিবেশীর সাথে বচসা শুরু হয়। ক্রমে দু’জনে হাতাহাতিতে জড়িয়ে পড়তে আচমকা প্রতিবেশীর স্ত্রী ভানুমতী দেবী তার যৌনাঙ্গ নখ দিয়ে খুবলে নেন।
এরপরই আহত শম্ভুনাথবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শম্ভুনাথবাবুর অণ্ডকোষে পাঁচটি সেলাই পড়েছে। তবে বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। তিনি ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন।