নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের রানিনগর এলাকা থেকে এক জন গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতার নাম মুর্শিদা বিবি। বয়স ২২ বছর।
জানা যায়, দেড় বছর আগে রানিনগরের বাসিন্দা সোহেল রানার সঙ্গে গোধনপাড়ার মুর্শিদার বিয়ে হয়। বিয়ের সময় তার পরিবারের পক্ষ থেকে সোহেলকে পণ বাবদ গহনা, আসবাবপত্র সহ নগদ আশি হাজার টাকা দেওয়া হয়। কিন্তু বিয়ের পর থেকে সোহেল সেই ভাবে কোনো কাজ না করায় বিয়ের প্রায় ছয় মাসের মধ্যে টাকা ফুরিয়ে আসে।
Sponsored Ads
Display Your Ads Here
ফলে মুর্শিদাকে আবার এক লক্ষ টাকা বাপের বাড়ি থেকে নিয়ে আসার জন্য চাপ দেওয়া হত। আর তা নিয়ে প্রায় এক বছর ধরেই পরিবারে অশান্তি চলছিল। মুর্শিদার বাবা ইমাদুল মণ্ডলের অভিযোগ, ‘‘ওই এক লক্ষ টাকা দিতে না পারায় আমার মেয়েকে সোহেল ও তার মা শ্বাসরোধ করে খুন করে টাঙিয়ে রেখেছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এর পাশাপাশি মুর্শিদার বাপের বাড়ির তরফ থেকে দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here