চয়ন রায়ঃ কলকাতাঃ বৌবাজারের বিপর্যয়ে নিরাশ্রয় হয়ে পড়া মানুষদের সাহায্যে আজ রাজ্য সরকারের তরফ থেকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করে জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক মাসের বেশী গৃহহীন হয়ে থাকাদের পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া ১০০ বর্গফুটের বেশী জায়গার দোকান হলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ হবে। আর এর কম হলে দেড় লক্ষ টাকা ক্ষতিপূরণের হবে।”
এদিন বৌবাজার বিপর্যয় নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকে মেয়র, মুখ্যসচীব, স্বরাষ্ট্রসচীব, মেট্রো কর্তৃপক্ষ (কেএমআরসিএল) ছাড়াও রেল বোর্ডের কর্তারা ছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালী বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে মেয়র ফিরহাদ হাকিম, মুখ্যসচীব হরিকৃষ্ণ দ্বিদেবী, স্বরাষ্ট্রসচীব বি পি গোপালিকা ও পুলিশ কমিশনার বিনীত গোয়েল বৌবাজারের বিপর্যয়স্থলে যান।
মেয়র পরিস্থিতি পরিদর্শনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ক্ষতিপূরণের কথা ঘোষণার পাশাপাশি জানান, ‘‘এবার থেকে এমন কোনো কাজ করার ক্ষেত্রে আগে পুরসভা এবং কলকাতা পুলিশকে জানাতে হবে। এই ভাঙছে, ফাটল ধরছে, রাতারাতি সকলকে হোটেলে না তুলে ১০ দিন হোক, ১৫ দিন হোক বা ২০ দিন আগে জানাতে হবে। তাহলেই আমরা সকলকে হোটেলে স্থানান্তর করে দেব।’’
‘‘বিপর্যয় পরবর্তী পর্যায়ে যখন বৌবাজারে মেট্রোর কাজ হবে তখন সংশ্লিষ্ট জায়গা খালি করে দিতে হবে। কোনো বাসিন্দার যাতে ক্ষতি না হয় সেদিকে রাজ্য প্রশাসনকে নজর দিতে হবে। আর বৌবাজারের এমন ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় খুবই উদ্বিগ্ন। বার বার এলাকাবাসীদের খবর নিয়েছেন। লাগাতার যে হয়রানির শিকার হতে হচ্ছে, তার সুরাহার নির্দেশ দিয়েছেন।
এছাড়া মেট্রোর কাজে মাটি আলগা হয়ে যাওয়ায় বার বার ফাটল দেখা দিচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ওসি, কাউন্সিলার সহ কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের লোকজন এলাকায় শিবির করে থাকবেন।’’