চয়ন রায়ঃ কলকাতাঃ কালীপুজোর আগে এবার পোস্তা থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে কলকাতার কালীকৃষ্ণ ঠাকুর রোডের একটি দোকানের ২৮ টি বাক্স থেকে প্রায় ৮৪০ কেজির নিষিদ্ধ বাজি উদ্ধার করেছেন।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বাজিগুলি মেদিনীপুরের সোনাকোনিয়া অঞ্চলের জনৈক দেবু সাহুর কাছে পাঠানো হচ্ছিল। এই ঘটনায় দোকানের মালিক দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিটের বাসিন্দা ৬২ বছর বয়সী গৌরাঙ্গ সরকারকে গ্রেফতার করে গৌরাঙ্গবাবুর বিরুদ্ধে বিস্ফোরক মজুত করে রাখার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
পুলিশের তরফ থেকে নিষিদ্ধ বাজির ব্যবহার আটকাতে কালীপুজোর আগে আরো এমন তল্লাশি চালানো হবে বলে জানানো হয়েছে।