নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ আজ তামিলনাড়ুর হোসুর জেলার কৃষ্ণগিরির কর্পোরেশন মিডল স্কুলে টিফিন পর্ব শেষ হওয়ার পর পরের ক্লাস শেষ হতেই একের পর এক শিশু অসুস্থ হতে শুরু করেছে। কারোর বমি বমি ভাব লাগছে। কেউ কেউ আবার শ্রেণীকক্ষে বমি করেও ফেলল।
বিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনায় ৬৭ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এই ঘটনার পরেই অসুস্থ পড়ুয়াদের স্থানীয় সরকারী হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিদ্যালয় চত্বরের একটি সেপ্টিক ট্যাঙ্ক থেকে গ্যাস লিক করে এই ঘটনা ঘটে থাকতে পারে।
জেলাশাসক ভি জয়া চন্দ্র ভানু রেড্ডি পড়ুয়াদের সাথে দেখা করে জানান, ‘‘বিদ্যালয় চলাকালীন দুপুরবেলা ৩ টে ১৫ মিনিট নাগাদ ওই ঘটনাটি ঘটেছে। এরপর সাথে সাথেই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আপাতত পড়ুয়ারা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।’’
এই ঘটনায় গোটা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি পুরসভার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও বিদ্যালয়ে গিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।