নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর শেওড়াফুলিতে নবমীর রাতেরবেলা এক কিশোরী ঠাকুর দেখতে বেরোনোর পর থেকে নিখোঁজ ছিল। আর আজ ওই কিশোরীর দেহ শেওড়াফুলির তিন নম্বর ও চার নম্বর গেটের মাঝামাঝি রেললাইন থেকে উদ্ধার করা হয়। শেওড়াফুলির খড়পাড়ার বাসিন্দা ওই কিশোরীর বয়স ১৪ বছর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী পাড়ারই এক যুবকের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছিল। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর এদিন মৃতদেহ রেললাইন থেকে উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে যে, মেয়েকে গলা টিপে খুন করে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে। পরিবারের তরফ থেকে সঠিক তদন্তের দাবী জানানো হয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এদিকে ওই কিশোরীর দেহ উদ্ধার করার পরেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়়ে। এমনকি অভিযুক্ত যুবককে পোস্টে বেঁধে মারধর করারও অভিযোগ উঠেছে। শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় জিআরপি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।