নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ দুর্গা প্রতিমা বিসর্জনের সময় জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে আচমকা হড়পা বানের জেরে নদীতে ভেসে গেলেন ৫০ জনের বেশী। এখনো অবধি মৃত্যু হয়েছে ৮ জনের। উদ্ধার হয়েছেন ৫০ জন। যাদের মধ্যে ১১ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
উত্তরের নদীতে বানের ঘটনা সাধারণত ঘটে না। কিন্তু শেষ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন অংশে টানা বৃষ্টি চলছে। সেই কারণেই এভাবে নদীতে জল ঢুকে পড়ায় সাধারণ মানুষকে খড়কুটোর মতো ভেসে যেতে দেখা গিয়েছে। উৎসবের শেষ বেলায় যা দেখে শিউরে উঠতে হয়।
পুলিশ আধিকারিকরা সহ এনডিআরএফ এই ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আপাতত ওই এলাকায় বিসর্জন বন্ধ রাখা হয়েছে। গাড়িগুলি সহ সাধারণ মানুষকে নদীর ধার থেকে সরিয়ে আনা হচ্ছে। নদীতেও তল্লাশি শুরু করা হয়েছে। এলাকায় আলো জ্বালিয়ে উদ্ধারকার্য করার চেষ্টা করা হচ্ছে।