নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ তিন মাস আগে মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা আসাদুল রহমানের সৌদি আরবে মৃত্যু হয়েছিল। প্রশাসনের উদ্যোগে অবশেষে প্রায় তিন মাস পর আসাদুলের দেহ ঘরে ফেরানো হয়েছে। দেহ ফিরতে পরিবার-পরিজনরা কান্নায় ভেঙে পড়লেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে লকডাউনে কাজ বন্ধ থাকায় আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের ধারদেনা হওয়ায় তিন বছর আগে উপার্জনের আশায় আসাদুল সৌদি আরবে গিয়েছিলেন। কিন্তু গত ৪ ঠা জুলাই থেকে জ্বরে অসুস্থ হয়ে ভুগছিলেন। আর ৬ ই জুলাই বাড়িতে মা ও স্ত্রীর সাথে ফোনে কথা হতেই অসুস্থতার কথাও জানিয়েছিলেন। তবে এরপর আর কোনো যোগাযোগ হয়নি।
তারপরে সহকর্মীরা বাড়িতে ফোন করে জানান যে তার মৃত্যু হয়েছে। কিন্তু আর্থিক সঙ্গতি না থাকায় দেহ আনা সম্ভব না হওয়ায় প্রশাসনের দ্বারস্থ হন। এলাকার ব্লকের বিডিওর কাছে গেলে তিনি আসাদুলের দেহ নিয়ে আসার জন্য সমস্ত সহযোগীতার আশ্বাস দিয়েছিলেন। শেষমেশ দীর্ঘ তিন মাস পর আসাদুলের মৃতদেহ বাড়িতে এসে পৌঁছাল।