নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ বেঙ্গালুরুর সেন্ট জোসেফ কনভেন্ট উচ্চ প্রাথমিক বিদ্যালয় থেকে নিখোঁজ তিন জন ছাত্রী। ন’দিন কেটে গেলেও তিন জন ছাত্রী বাড়িতে না ফেরায় বিদ্যালয়ের সামনেই অভিভাবকরা বিক্ষোভ দেখালেন।
 
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, নিখোঁজ তিন ছাত্রীর মধ্যে দু’জনের বয়স ১৫ বছর ও এক জনের বয়স ১৬ বছর। অভিভাবকদের দাবী, “গত ৬ ই সেপ্টেম্বর থেকে মেয়েরা বিদ্যালয় যাওয়ার পর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না।” ন’দিন কেটে গেলেও এখনো মেয়েদের খোঁজ না পাওয়ায় অভিভাবকরা প্রশ্ন তুলেছেন।
Sponsored Ads
Display Your Ads Here 
এই বিষয়ে কথা বলতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে দেখা করতে গেলে অভিভাবকদের বিদ্যালয়ে প্রবেশ করতেই দেওয়া হয়নি। নিরাপত্তারক্ষী নিখোঁজ ছাত্রীদের পরিবারের সদস্যদের মুখের উপরেই বিদ্যালয়ের দরজা বন্ধ করে দেন।
Sponsored Ads
Display Your Ads Here 
এরপরই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। আর বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিকেশি নগর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুদ্ধ অভিভাবকদের শান্ত করেন। পাশাপাশি পুলিশ নিখোঁজ ছাত্রীদের খোঁজে তদন্ত শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here 
				
 
				 
								 
															













