ব্যুরো নিউজঃ আফগানিস্তানঃ তালিবান শাসিত আফগানিস্তান অর্থনৈতিক সঙ্কটে ভুগছে। এই পরিস্থিতিতে দেশের অধিকাংশ অনলাইন পণ্য কেনাবেচার সাইটগুলি বন্ধ হতে চলেছে। সম্প্রতি ওই দেশের খামা প্রেস ও ক্লিক অ্যাফ নামে দুটি সংস্থা আর্থিক কারণে অনলাইনে পণ্য পরিষেবা দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।
২০২১ সালের আগস্ট মাসে তালিবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল নেওয়ার পর থেকে গোটা দেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা যায়। দেশের প্রায় আড়াই কোটি মানুষ চরম দারিদ্র্যতার মধ্য রয়েছেন। আর একটি আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী, বিশ্বের অসুখী দেশগুলির মধ্যে আফগানিস্তান শীর্ষে রয়েছে। আমেরিকা তাদের বাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর ওই দেশের মানুষদের মানসিক যন্ত্রণা-উদ্বেগ বেড়েই চলেছে।
এমনকি মেয়েদের সব কিছু থেকে অধিকার সঙ্কুচিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছ। আর তাই অনলাইন পণ্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির অধিকাংশ ক্রেতাই মহিলা সেক্ষেত্রে মহিলাদের অধিকার সঙ্কোচন হতে চলেছে। অন্যদিকে সংস্থাগুলির লভ্যাংশ কমে যাওয়ার যোগসূত্র রয়েছে বলে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন।