নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর ঘাট স্টেশন এলাকার কচুরির দোকানে অনেকক্ষণ অপেক্ষার পরেও কচুরির সাথে ডাল না মেলায় প্রথমে বচসা ও পরে হাতাহাতি থেকে দোকানে ভাঙচুর শুরু হয়। খদ্দেরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুলিশের কাছে ছুটলেন হুগলি ঘাট স্টেশন এলাকার কচুরির দোকানের মালিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পুজো কমিটির শোভাযাত্রায় তাদের তরফে ওই দোকানে ১৬০ টি কচুরির বরাত দেওয়া হয়েছিল। এদিকে অন্য ক্রেতারা লাইনে দাঁড়িয়ে ছিলেন। ওই লাইনে এক জন মাংস বিক্রেতাও দাঁড়িয়ে ছিলেন। তাকেও অপেক্ষা করতে বলা হয়। কিন্তু কচুরি কেনার সময় জানতে পারলেন ডাল শেষ হয়ে গিয়েছে। যার জেরে ওই ব্যবসায়ী ওই দোকানের কর্মচারীর সাথে তর্ক জুড়ে দেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর মিষ্টির দোকানের ভিতর চড়াও হয়ে দোকানের মালিক তপন দাসকে মারধর করে দোকানের শোকেসও ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। ফলে তপনবাবু এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়া দোকানের সিসিটিভি ফুটেজও দেখানো হয়। অন্য দিকে কাচের শোকেস ভাঙতে গিয়ে ওই অভিযুক্তের হাত কেটে যাওয়ায় হাতে ১৩ টি সেলাই পড়েছে। তবে মারধর এবং ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে জানান, ‘‘বচসার সময় ধাক্কাধাক্কিতে শোকেসে উপর পড়ে যান।’’
Sponsored Ads
Display Your Ads Here
ওই সময় উপস্থিত অন্য ক্রেতারা আবার মিষ্টির দোকানের কর্মচারীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে বলেন, ‘‘ওই দোকানের কর্মচারীদের ব্যবহার অত্যন্ত খারাপ।’’ পাল্টা দোকান মালিকের দাবী করে বলেছেন, ‘‘কয়েক জন হিংসে করে দোকানের নাম খারাপ করতে চাইছেন।’’ আপাতত পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here