বাপি রায়ঃ কলকাতাঃ কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায় বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে তার বাড়িতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ১৬ বছর বয়সী কৃষলাল রজক নামে এক জন কিশোরের। বাড়ি ভবানীপুরের চক্রবেড়িয়া রোডে। বাড়িতে মা-বাবা ছাড়াও এক দিদি আছে।
পরিবার সূত্রে জানা যায়, লকডাউনে বাবার চাকরী চলে যাওয়ায় কৃষলালকে অষ্টম শ্রেণী অবধি পড়াশোনা করে বন্ধ করতে হয়েছিল। শুক্রবার দুপুরবেলা তাকে রিজেন্ট পার্কের পূর্ব পুটিয়ারির বাসিন্দা সর্বজিৎ সিংহ নামে এক তরুণ ও তাঁর এক বন্ধু বাড়িতে এসে নিয়ে গিয়েছিলেন। ১৮ বছর বয়সী সর্বজিৎ কৃষলালের বিদ্যালয়ে পড়াশোনা করত। সম্প্রতি সেও পড়াশোনা ছেড়ে দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
কৃষলালকে ফোন করলেও ফোন ধরেনি। পরে জানা গিয়েছে, দুই বন্ধু মিলে পুকুরে স্নান করবেন বলে ঠিক করেছিলেন। সেই মতো পোশাক বদলে বাড়ির কাছের মহেশ পুকুরে যায়। কিন্তু কৃষলাল জলে নামার কয়েক মুহূর্তের মধ্যেই পা পিছলে পড়ে যায়। এরপর সর্বজিৎ ধরতে গেলে সর্বজিৎও জলে তলিয়ে যেতে থাকে। যা দেখামাত্র এলাকাবাসীরা দু’জনকে কোনো মতে উদ্ধার করে দ্রুত এম আর বাঙুর হাসপাতালে পাঠানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
সেখানে চিকিৎসকেরা কৃষলালকে মৃত ঘোষণা করেন। আর সর্বজিৎকে কোনো মতে বাঁচানো সম্ভব হয়। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
Sponsored Ads
Display Your Ads Here