নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের জব্বলপুরে অসুস্থ ছেলের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে চিকিৎসা পাওয়া তো দূরের কথা চিকিৎসক বা কোনো স্বাস্থ্যকর্মীর দেখা না পাওয়ায় হাসপাতাল চত্বরেই অপেক্ষা করতে করতেই মায়ের কোলে মৃত্যু হয় ৫ বছর বয়সী ঋষির।
পরিবারের অভিযোগ, যন্ত্রণায় অসুস্থ ছেলেকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক কেউই না থাকায় হাসপাতাল চত্বরে অপেক্ষা করতে থাকেন। এদিকে ধীরে ধীরে ছেলের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। তবে বহু খুঁজেও কোনো চিকিৎসকের দেখা পাওয়া যায়নি।
কিন্তু যতক্ষণে হাসপাতালে চিকিৎসক এসেছে ততক্ষণে ঋষির মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার পরিষেবা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে হাসপাতালে চিকিৎসক এলে কোথায় ছিলেন প্রশ্ন করা হলে ওই চিকিৎসক জানান, “আগের দিন স্ত্রী উপোস করায় আসতে দেরী হয়ে গিয়েছে।”
চিকিৎসকের এমন যুক্তিতে স্থানীয়রা আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্থানীয়দের অভিযোগ, “এখানে নামেই স্বাস্থ্যকেন্দ্র তৈরী হয়েছে। শুরু থেকেই কোনো চিকিৎসককে ঠিক মতো পাওয়া যায় না। এমনকি শিশুটির মৃত্যুর কয়েক ঘণ্টা পরেও চিকিৎসকের অথবা স্বাস্থ্যকর্মীদের দেখা পাওয়া যায়নি।” এই ঘটনার পরই স্বাস্থ্য দপ্তর নড়েচড়ে বসে। আর বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছে।