নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ সকালবেলা মালদার চাঁচলের কলিগ্রাম এলাকায় বাড়ির পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত দম্পতি ৫২ বছর বয়সী যোগেন রক্ষিত ও ৪৩ বছর বয়সী সোনামণি রক্ষিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, যোগেনবাবু জমির ব্যবসা করতেন। ওই দম্পতি নিঃসন্তান ছিলেন। কলিগ্রামে পৈতৃক পুরোনো বাড়িতে বসবাস করতেন। দীর্ঘদিন থেকে এলাকাবাসীদের সাথেও কোনোরকম যোগাযোগ রাখতেন না। সবসময় বাড়িতে বাইরে থেকে তালা দেওয়া থাকতো।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন ওই বাড়িরই একটি পরিত্যক্ত ঘরে যোগেনবাবু এবং সোনামণি দেবীকে প্রতিবেশীরা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাদের আত্মীয়দের খবর দেন। এরপর চাঁচল থানাতেও খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ দু’টি উদ্ধার করে নিয়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় এখনো অবধি কোনো লিখিত অভিযোগ দায়ের না হলেও পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে এই আত্মহত্যার পিছনে কি কারণ আছে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। তবে ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যা বা বাজারে কোনো ঋণ ছিল কি না তাও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here