নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ সম্প্রতি ধুবুলিয়া ও চাপড়ার সীমান্ত এলাকা থেকে প্রায়ই সোনার গহনা খোয়া যাচ্ছিল। দুষ্কৃতীরা কখনো বাড়ির ভিতর থেকে চুরি তো কখনো ভিড় বাজারে সোনার গহনা হাতিয়ে নিচ্ছিল। এবার সেই অভিযোগে পুলিশ ‘চাপড়া গ্যাংয়ের’ বিরুদ্ধে অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকার বিষ্ণু দাস ও কবিরুল মণ্ডল নামে ‘চাপড়া গ্যাংয়ের’ দুই জন সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়া বিষ্ণু এবং কবিরুলের কাছ থেকে একটি চেন, আংটি, সোনার লকেট ও ন’টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
আজ জেরার জন্য শুক্রবার পাঁচ দিনের পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। ধুবুলিয়া থানার পাশাপাশি গোটা জেলাতেই এই গ্যাং সক্রিয় ছিল বলে মনে করা হচ্ছে। পুলিশের দাবী, “এই দলটি বাজারে ওই চোরাই গহনা চার ভাগের এক ভাগ দামে বিক্রি করত। ধৃত দু’জনকে জেরা করে দলের অন্যদের খোঁজ করা হচ্ছে।”