নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ এক বার নয় এই নিয়ে তৃতীয় বার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনা ঘটলো। সোমবার শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ি পূর্ব মেদিনীপুরের বেতালিয়ার মারিশদায় ১১৬ বি জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে।
আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল জানান, ‘‘বার বার এই ঘটনা ঘটছে, তাও আবার বিরোধী দলনেতার কনভয়ে কিভাবে? আমরা এই ঘটনায় নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবী করছি। কারণ আমরা বার বার একই ভাবে দুর্ঘটনা ঘটায় চিন্তিত।’’
Sponsored Ads
Display Your Ads Here
কোচবিহারের নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, ‘‘একটি রাজ্যে বার বার বিরোধী দলনেতার কনভয় দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে। আর রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। এই সরকারের উপর আমাদের কোনো আস্থা নেই। তাই আমরা চাইছি, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এই সব ঘটনার তদন্ত করা হোক। তা হলেই প্রকৃত সত্য জানা যাবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু শুভেন্দু অধিকারী নিজের কনভয়ে দুর্ঘটনা নিয়ে কোনো তদন্তের দাবী করেননি উল্টে বলেছেন, ‘‘আমার নিজের বলার কিছু নেই। অন্য কোনো গাড়ি দিয়ে দুর্ঘটনা হচ্ছে না। বার বার ট্রাক দিয়েই দুর্ঘটনা হচ্ছে। আর ট্রাকের মালিকগুলো সব তৃণমূলের পান্ডা। এই বিষয়ে তদন্ত হলে সব বেরিয়ে যাবে। তবে আমি নিজেকে নিয়ে ভাবিত নই।
Sponsored Ads
Display Your Ads Here
একটা সিস্টেমের বিরুদ্ধে মানসিক দৃঢ়তা নিয়ে লড়াই করছি। সব রকম প্রস্তুতিই রেখেছি।’’ প্রসঙ্গত, ১ লা জুলাই প্রথম বার শুভেন্দু অধিকারীর কনভয় পূর্ব মেদিনীপুরের মরিশদায় দুর্ঘটনা ঘটে। আর দ্বিতীয় বার ১১ ই জুলাই কলকাতার কালিকাপুরে দুর্ঘটনাগ্রস্ত হয়।