নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার নামে আজ বোলপুরে একটি জমির খোঁজ পাওয়া গিয়েছে।
![]()
তদন্তকারী সংস্থার সূত্রে জানা যায়, আজ সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে যান। সেখানে সুকন্যার নামে বল্লভপুর এলাকায় ০.৬২ একর জমির সন্ধান পাওয়া গিয়েছে। এছাড়া অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের নামেও স্থাবর সম্পত্তি কি রয়েছে সেই সন্ধান চালানো হচ্ছে।
এদিকে ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিসের হেড ক্লার্ক সামসের আলি জানান, ‘‘২০০৮ সালের পর থেকে বিদ্যুৎবরণ গায়েনের নামে কোনো জমি কেনা হয়েছে কি না, তা নিয়ে তল্লাশি চলছে। দলিল সংক্রান্ত তথ্য ও কোনো সম্পত্তি লিজ নেওয়া হয়েছে কি না সে সম্পর্কেও তথ্য নেওয়া হচ্ছে।’’
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2024/07/6192024134344.jpg)
- Sponsored -
পাশাপাশি বীরভূমের একাধিক চালকলের লিজের কাগজপত্রও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সহগল হোসেনের ঘনিষ্ঠ মাধব কৈবর্ত্যের নামেও কোনো জমিজমা আছে কি না সেই সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। যদিও কিছু দিন আগে মাধব গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন।
![]()