নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ এবার সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ গায়েনের কালিকাপুরের বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালায়।
কিন্তু বিদ্যুৎবরণ তল্লাশির সময় বাড়িতে ছিলেন না। সিবিআইয়ের দাবী, “অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার মতো বিদ্যুৎবরণও কয়েকটি সংস্থার ডিরেক্টর। বিদ্যুৎবরণ এর নামে বেশ কিছু সম্পত্তির হদিশও পাওয়া গেছে।”
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
প্রসঙ্গত, গোরু পাচার মামলায় সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার আগে নানুরের বাসাপাড়ার তৃণমূল নেতা করিম খানের বাড়িতে তল্লাশি চালায়। আর ওই একই সময়ে সিউড়ির পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতেও তল্লাশি চালানো হয়।