নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি বাজারে রাস্তার পাশ থেকে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার হয়েছে। যার মধ্যে মানুষের মাথার খুলি থেকে হাড়গোড় রয়েছে। যা দেখে প্রত্যক্ষদর্শীরা শিউরে উঠলেন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র পাঠক এই প্রসঙ্গে জানান, ‘‘বাজারের মধ্যে এমন কঙ্কালভর্তি বস্তা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু ভয়ের কোনোরকম কারণ নেই।’’