মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ হেরোইন পাচার করার সময় অবশেষে আন্তর্দেশীয় মাদক পাচার কারবারের অভিযুক্ত ২৬ বছর বয়সী কাঁকিনাড়ার বাসিন্দা মহম্মদ রাজা উত্তর চব্বিশ পরগণার জগদ্দল থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। রাজার কাছ থেকে কয়েকটি প্যাকেটে ভরা হেরোইন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে শ্যামনগর ২৪ নম্বর রেলগেট সংলগ্ন চায়ের দোকানের পাশ থেকে গ্রেফতার করেন। রাজার কাছ থেকে উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য লক্ষাধিক টাকা।
Sponsored Ads
Display Your Ads Here
রাজা ওই হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উল্লেখ্য যে, দীর্ঘ দিন থেকে সে আন্তর্দেশীয় মাদক পাচারের সাথে জড়িত। বহু দিন ধরেই পুলিশ ও নার্কোটিক্স সেল মাদক পাচারের একাধিক মামলার সূত্রে অভিযুক্ত রাজার অনুসন্ধান করছিল। আর গতকাল শেষমেশ পুলিশের হাতে ধরা পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here