চয়ন রায়ঃ কলকাতাঃ আপাতত সাময়িক স্বস্তিতে সুকন্যা মণ্ডল। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুকন্যা সহ অনুব্রত মণ্ডলের ভাইপো সাত্যকি মণ্ডল, সুমিত মণ্ডল, আপ্ত সহায়ক অর্ক দত্ত আর কস্তুরী চৌধুরী ও সুজিত বাগদির হাজিরার নির্দেশ প্রত্যাহার করার পাশাপাশি টেট সার্টিফিকেট সহ নিয়োগপত্র পেশ করার নির্দেশও প্রত্যাহার করেছেন।
এছাড়া গতকালের অতিরিক্ত হলফনামাটি যথোপযুক্ত না হওয়ায় তা জমা না নিয়ে ফিরিয়ে দেন। তবে ওই অভিযোগগুলিকে সামনে রেখে নতুন করে আবেদন জানানো যাবে। নতুন করে মামলা করা যাবে বলে জানানো হয়। এদিন সুকন্যা জানান, “আমার শরীর ভালো না। আসতাম না। কিন্তু না আসলে অনেকে ভাবত আমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছি। তাই আসলাম।”