নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ গতকাল সন্ধেবেলা বিহারের রাজধানী পাটনার ইন্দ্রপুরী এলাকায় কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে এক যুবকের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে নবম শ্রেণীর এক ছাত্রী। এই ঘটনাটি চাউর হতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সিসিটিভি ক্যামেরায় এই গোটা দৃশ্যটি ধরা পড়ছে। দেখা গিয়েছে যে, তরুণী একটি সরু গলিতে ঢুকতেই ওই যুবক ব্যাগ থেকে বন্দুক বার করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ঘাড়ে গুলি করে। এরপর সে মাটিতে লুটিয়ে পড়তেই ওই যুবক সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার নেপথ্যে রয়েছে ব্যর্থ প্রেম। কিন্তু ওই তরুণীর বয়ান নেওয়ার পরই পুরো বিষয়টি স্পষ্ট ভাবে জানা যাবে। যদিও এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।