অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বাবার পর এবার মেয়ের দিকেই অভিযোগের তীর। আজ বিকেলবেলা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে নতুন অভিযোগ জমা পড়েছে। অভিযোগ মারফত জানা গেছে, সুকন্যা টেট পরীক্ষা না দিয়েই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার চাকরী পেয়েছিলেন। আর কোনোদিনও সে বিদ্যালয়ে যাননি। বাড়িতে বসেই বেতন পান।
এমনকি সুকন্যার স্বাক্ষর নেওয়ার জন্য অনুব্রত মণ্ডলের বাড়িতে বিদ্যালয়ের রেজিস্টার খাতা নিয়ে আসা হত। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই মামলারই শুনানি ছিল। সেই সময়ে আইনজীবী ফিরদৌস শামিম অতিরিক্ত হলফনামা জমা দিয়ে বিষয়টি আদালতকে জানান।
Sponsored Ads
Display Your Ads Here
ওই আইনজীবীর জানান, ‘‘সুকন্যা টেট পরীক্ষা না দিয়েই বোলপুর ওয়েস্ট সার্কেলের কালিকাপুর প্রাইমারী স্কুলে চাকরী পেয়েছেন। চাকরীতে যোগ দিলেও বিদ্যালয়ে বিশেষ যান না। একজন অনুব্রত মণ্ডলের বাড়িতে রেজিস্টার খাতা নিয়ে গিয়ে তাঁর মেয়ের হাজিরা নিয়ে আসতেন। শুধু সুকন্যাই নয়, অনুব্রত মণ্ডলের ছ’জনকে ঘনিষ্ঠ টেট পরীক্ষা না দিয়েই চাকরী পেয়েছেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
এই সব অভিযোগ শুনে আগামীকাল বৃহস্পতিবারই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুকন্যা সহ ওই ছ’জনকে টেট পরীক্ষায় পাশ করার সার্টিফিকেট নিয়ে হাজিরার নির্দেশ দেন। আর ওই ছ’জন আদালতে যাতে অবশ্যই আসেন জেলার পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীকে তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে দ্রুত নগেন্দ্র ত্রিপাঠীর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here