অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ তিন দিনের নিম্নচাপ কাটতে না কাটতেই আবার দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল শনিবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে নিম্নচাপ তৈরী হতে পারে। আর এই নিম্নচাপ শক্তি বাড়ালে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। তাতে তাপমাত্রাও কমবে।
আপাতত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু রবিবার থেকে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগণার মতো উপকূলীয় জেলাগুলিতে দমকা হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এদিকে শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলা যেমন কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।