নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গতকাল মধ্য রাতেরবেলাই সিবিআই বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দোরে পৌঁছে গেছে। এছাড়া সিবিআই যে সরকারী গেস্ট হাউসে উঠেছে সেখানে আজ সকালবেলাই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। পাশাপাশি এক জন ব্যাঙ্ক কর্মীকেও ডাকা হয়েছে।
আজ সিবিআই আধিকারিকরা বোলপুর থেকে বিভিন্ন জায়গায় অভিযানে বেরোবেন। উল্লেখ্য, গতকাল সিবিআই আধিকারিকরা গোরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দশম বারের জন্য নিজাম প্যালেসে তলব করেছিলেন। কিন্তু তিনি অর্শ সহ আরো অনেক রোগের কারণ দেখিয়ে হাজিরা দেননি।
তাছাড়া সিবিআইয়ের কাছ থেকে ১৪ দিনের সময়ও চেয়ে নেন। এমনকি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের থেকে এও জানতে পারা গেছে যে, অনুব্রত মণ্ডল চিকিৎসা করাতে দক্ষিণ ভারতে যেতে পারেন। আর গতকালই অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই আধিকারিকরা চলে আসেন।
সূত্রের ভিত্তিতে জানা যায়, গতকাল রাতেরবেলা সিবিআই আধিকারিকরা মোট পাঁচটি গাড়িতে বোলপুরে আসেন৷ এর মধ্যে তিনটি গাড়ি কলকাতার নিজাম প্যালেস থেকে ও দু’টি গাড়ি আসানসোলের সিবিআই দপ্তর থেকে এসেছে। আপাতত সিবিআই আধিকারিকরা বোলপুরের কেন্দ্রীয় সরকারের গেস্ট হাউসে উঠেছেন।