নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল সন্ধ্যাবেলা মুর্শিদাবাদের জলঙ্গির চোয়াপাড়া এলাকায় প্রতিবেশীর হাতে খুন হলেন বাবা ও ছেলে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জীবানন্দ হালদারের একটি পোষা ছাগল প্রতিবেশী শীতল হালদারের চাষের জমিতে ঢোকা নিয়ে বিবাদের সূত্রপাত হয়। কিন্তু সেদিনের মতো বিবাদ মিটে গেলেও এদিন ওই বিবাদ চরমে ওঠে। যা মারামারি অবধি গড়িয়ে পড়ে। এই ঘটনায় শীতলবাবু জীবানন্দবাবু এবং তার ছেলে বিবেকানন্দ হালদারকে মারধর শুরু করেন।
পরে ধারালো অস্ত্র দিয়ে দু’জনকে কোপান বলে অভিযোগ। তার সাথে পরিবারের আরো দু’জন ছিলেন। এরপর গুরুতর আহত অবস্থায় জীবানন্দবাবু ও বিবেকানন্দকে প্রথমে সাদিখারদিয়াড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিবেকানন্দকে মৃত বলে ঘোষণা করা হয়।
তারপর জীবানন্দবাবুকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। বাবা-ছেলের এ হেন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে এই ঘটনায় মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আর বিবাদ এড়াতে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।