বাপি রায়ঃ কলকাতাঃ আজ পার্থ চট্টোপাধ্যায় বেহালার জোকা ইএসআই হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করে বের হওয়ার সময় আমতলার বাসিন্দা শুভ্রা ঘড়ুই নামে এক জন মহিলা তাঁকে দেখামাত্র নিজের পা থেকে দু’পাটি জুতো খুলে পর পর ছুঁড়ে মারেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের গায়ে সেই জুতো লাগেনি উল্টে গাড়িতে লেগেই পড়ে যায়।
জানা গেছে, শুভ্রা দেবীও ওই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের গায়ে জুতো না লাগায় তার আফশোস, ‘‘ওঁদের কোটি কোটি টাকা। গরীব মানুষের টাকা নিয়ে কলকাতার একাধিক জায়গায় ফ্ল্যাট কিনেছে। বড়ো গাড়ি করে হাসপাতালে আসছে। এতে আমাদের সমস্যা হচ্ছে।
আমরা ঠিক মতো ডাক্তার দেখাতে পারছি না। তাই জন্যই জুতো ছুঁড়েছি। জুতোটা মাথায় লাগলে শান্তি পেতাম।’’ এই কাজ করা নিয়ে শুভ্রা দেবীকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘‘এটা আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। ওঁদের জন্য হাজার হাজার মানুষ চাকরী পায়নি। এটা সবার ক্ষোভের বহিঃপ্রকাশ।’’