নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর চুঁচুড়ার বুনো মসজিদতলা এলাকায় বিয়ের মাত্র চার মাসের মধ্যে গতকাল শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে মগরার বাসিন্দা জয়িতা সরকারের সাথে মৃন্ময় সরকারের বিয়ে হয়। জয়িতার পরিবারের অভিযোগ, ‘‘বিয়ের পরই মৃন্ময়ের বাড়ি থেকে পণের জন্য চাপ দেওয়া হত। মেয়েকে তাদের সাথে যোগাযোগ করতে দেওয়া হত না। স্বামী, শ্বশুর-শাশুড়ি ও দেওর শারীরিক ও মানসিক অত্যাচার করত। আর শেষমেশ খুন করে ঝুলিয়ে দিয়েছে।’’
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
জয়িতার শাশুড়ি জানান, ‘‘সব কিছুই ঠিক ছিল। সংসারে কোনো অশান্তি ছিল না। জয়িতাকে দুধ গরম করে খেতে দিলে সে দুধ খায়। এছাড়া গতকাল রাত সাড়ে ১০ টা নাগাদ একসাথে টিভিতে ধারাবাহিকও দেখে। কিছুক্ষণ দেখার পর ঘরে চলে যায়। ১১ টা বেজে যাওয়ায় শাশুড়ি উপরের ঘরে গিয়ে খাবার খেতে ডাকেন।
একটু পরে জয়িতার মা ফোন করে বলেন জয়িতাকে ফোনে পাওয়া যাচ্ছেন না। তখন আবার ডাকাডাকি করতে গেলে দেখা যায় ঘরের দরজা বন্ধ। অনেক ডেকেও সাড়া পাওয়া যায়নি। দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখা গিয়েছে, ও ঝুলছে!’’ এই ঘটনায় পুলিশ জয়িতার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।