বাপি রায়ঃ কলকাতাঃ ইতিমধ্যে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলা এলাকার ন’তলার আবাসনে পৌঁছে গিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সাথে ছিলেন। কিন্তু আবাসনের দরজা বন্ধ থাকায় চাবির খোঁজ চালানো হয়।
এরপর আবাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথেও কথা বলেন। এছাড়া নকল চাবি দিয়ে আবাসনের দরজা খোলা যায় কিভাবে তা নিয়েও ইডি আধিকারিকরা চিন্তাভাবনা করছেন। এছাড়াও এদিন আরো কিছু জায়গায় তল্লাশি অভিযান চালানো হতে পারে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, গতকাল পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতাকে জেরা করে যে তথ্য পাওয়া গেছে তা ইডি আধিকারিকরা খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছেন। বেলঘরিয়ার ফ্ল্যাটে হানাও এই তথ্যের সাথেই সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।