Indian Prime Time
True News only ....

BCM International School -এর পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামেই পশ্চিম মেদিনীপুরের পিংলার খিরিন্দায় বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল (BCM International School) রয়েছে। যা প্রায় ১৫ বিঘা জায়গা নিয়ে গড়ে উঠেছে।

এই অত্যাধুনিক পরিষেবা যুক্ত বেসরকারী বিদ্যালয়ে মোটা টাকা দিয়েই ভর্তি হতে হত। পার্থ চট্টোপাধ্যায় এই বিদ্যালয়ে একাধিকবার পরিদর্শনে এসেছিলেন। তাঁর জামাই কল্যাণ ভট্টাচার্যের মামা কৃষ্ণপ্রসাদ অধিকারী এই বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। ইডি তাঁর বাড়িতে গিয়েও বেশ কিছু কাগজপত্র ও নথিপত্র সংগ্রহ করেছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

আর এখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই বিদ্যালয়ের গেটে তালা পড়েছে। ফলে অভিভাবকরা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। অভিভাবকদের বক্তব্য, “কোনোভাবেই বিদ্যালয় বন্ধ করা উচিত নয়। এতে পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট হবে।”

“দুর্নীতির যেমন তদন্ত হচ্ছে, তদন্ত হোক। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে হঠাৎ করে বন্ধ করা বা এখানে বিক্ষোভ দেখানো ঠিক নয়। আমরা পার্থ চট্টোপাধ্যায়ের বিদ্যালয় না অন্য কার বিদ্যালয় সেটা দেখিনি। আমরা এখানে ভালো বিদ্যালয় ও বাচ্চাদের ভালো পড়াশোনার জন্যই নিয়ে এসেছি।”

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored