নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ইউআইডিএআইয়ের (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার) পক্ষ থেকে প্রায় ছয় লক্ষ আধার নম্বর বাতিল করা হয়েছে। কারণ এই সব আধার নম্বর আসলে জাল বা নকল। এগুলি বেশীর ভাগ ক্ষেত্রেই অপরাধমূলক কাজকর্মের জন্য ব্যবহার করা হত।
তাই সরকারী সম্মতি নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারী তরফ থেকে বলা হয়েছে, ‘আধার কার্ড সংক্রান্ত জালিয়াতি আটকাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ডেমোগ্রাফিক ম্যাচিং প্রক্রিয়াকে আরো শক্তিশালী করা হয়েছে। নতুন কোনো নামের পাশাপাশি এবার ছবিও বায়োমেট্রিক ম্যাচিং করা বাধ্যতামূলক করা হয়েছে।’
কিন্তু আপনার আধার কার্ড সুরক্ষিত আছে কি না তা জানা যাবে এই পদ্ধতির মাধ্যমে-
১) ইউআইডিএআইয়ের অফিশিয়াল ওয়েবসাইট (https://resident.uidai.gov.in/offlineaadhaar) এ যেতে হবে।
২) এবার আধার ভ্যারিফাই অপশন নির্বাচন করতে হবে।
৩) এরপর নিজের বারো অঙ্কের আধার নম্বর বা ভার্চুয়াল আইডি দিয়ে দিতে হবে।
৪) নম্বরটি টাইপ করার পর স্ক্রিনে প্রদর্শিত সুরক্ষা কোডটি প্রবেশ করিয়ে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড অথবা ওটিপির জন্য অনুরোধ করতে হবে।
৫) তারপর রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি আসলে সেই ওটিপিটি ওয়েবসাইটে লিখে দিতে হবে।
৬) এরপরেই ওয়েবসাইটে একটি নতুন পাতা খুলে যাবে যেখানে আপনার আধার নম্বরটি যথার্থ কি না লেখা থাকবে।