চয়ন রায়ঃ কলকাতাঃ আজ সকালবেলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ইডির দল (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হাজির হয়েছে। প্রায় সাত থেকে আট জন ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালাচ্ছেন।
পার্থ চট্টোপাধ্যায় এসএসসি দুর্নীতি মামলায় আর্থিক লেনদেন নিয়ে জড়িত থাকার অভিযোগেই এই অভিযান চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই প্রথম তাঁর বাড়িতে ইডি আধিকারিকরা এসএসসি মামলায় পার্থর বাড়িতে গেলেন। এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, ইডি এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার বাড়িতেও অভিযান চালিয়েছে। আর শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও ইডি হানা দিয়েছে। নিজাম প্যালেসেও পরেশ অধিকারীকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন।
Sponsored Ads
Display Your Ads Here
বেআইনী ভাবে নিয়োগের অভিযোগে আদালতের নির্দেশে পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীকে শিক্ষকতার চাকরী থেকে বরখাস্তও করা হয়েছে।
পাশাপাশি এদিন রাজ্যের ১৩ টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।