নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ সকালবেলা ১১টা নাগাদ পূর্ব বর্ধমানের দুই নম্বর জাতীয় সড়কে জামালপুর আঝাপুরের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বর্ধমানের এক জন পুলিশ আধিকারিক ও এক জন সিভিক ভলান্টিয়ারের। জোর ধাক্কায় গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিআইডির ডিএসপি প্রশান্ত কুমার নন্দী সিভিক ভলান্টিয়ার সন্তোষ সরকার এবং চালক শুভঙ্কর মাঝিকে নিয়ে একটি বোলেরো গাড়ি করে কলকাতার দিকে যাচ্ছিলেন। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলারে ধাক্কা মারতেই প্রবল সংঘর্ষে প্রশান্ত কুমার নন্দী এবং সন্তোষ সরকারের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এছাড়া শুভঙ্কর মাঝিকে গুরুতর আহত অবস্থায় বর্ধমানের অনাময় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, গাড়িটি কোনোক্রমে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ট্রেলারে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনার খবর পেয়েই জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন হাসপাতালে ছুটে যান।