ব্যুরো নিউজঃ শ্রীলঙ্কাঃ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে জনরোষ এড়াতে দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপে চলে গিয়েছেন। প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘ অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেও বিক্ষোভকারীদের একাংশের হুমকির শিকার।
গোতাবায়া রাজাপক্ষে দেশ ছাড়ার পর জরুরী অবস্থা জারি হয়েছিল। পুলিশ অশান্তি আটকাতে রাজধানী কলম্বো সহ বেশ কিছু এলাকায় নানা বিধিনিষেধ জারি করেছে। এই পরিস্থিতিতে পার্লামেন্টের স্পীকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে আগামী ২০ ই জুলাই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কথা ঘোষণা করলেন।
Sponsored Ads
Display Your Ads Here
মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেন, ‘‘সংবিধানের ৩৭(১) ধারা অনুযায়ী রনিল বিক্রমসিঙ্ঘ কার্যনির্বাহী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। কিন্তু ২০ ই জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে।’’ তবে আগামী ২০ ই জুলাই অর্থাৎ বুধবার শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট কিভাবে নির্বাচন করা হবে তা এখনো অবধি জানা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
এই দেশে প্রেসিডেন্ট নির্বাচনে দেশের প্রত্যেক নাগরিক ভোট দেন। তাই এত কম সময়ের মধ্যে সেই আয়োজন কার্যত অসম্ভব। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা অনুযায়ী, এক্ষেত্রে সংবিধান সংশোধনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারে।