রায়া দাসঃ কলকাতাঃ আজ অরুণ লাল সিএবিতে গিয়ে নিজের ইচ্ছার কথা প্রকাশ করে বাংলার কোচের পদ থেকে সরে গেলেন। বাংলাকে ২০২০ সালে রঞ্জি ফাইনাল ও এবার সেমিফাইনালে তোলার পর কোচের দায়িত্ব থেকে মুক্তি চাইলেন।
চলতি বছরে বাংলা মধ্যপ্রদেশের কাছে রঞ্জিতে সেমিফাইনালে হেরে যায়। তবে মরসুম শেষ হতেই বাংলার কোচ বদল হবে এমন একটা জল্পনা শুরু হয়েছিল। কিন্তু এখনো সিএবির তরফ থেকে কোনো সিদ্ধান্ত না নেওয়া হলেও অরুণ লাল নিজে গিয়েই দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে আসেন।
অরুণ লাল জানান, “আমি ক্লান্ত। ন’মাস থেকে আমার পক্ষে এই দায়িত্ব সামলানো আর সম্ভব হচ্ছে না। আমি শারীরিক ভাবে আর পারছি না। তাই সিএবিকে জানিয়ে দিয়েছি যে আমি আর বাংলার কোচ হিসাবে থাকতে চাই না।”
অরুণ লাল যখন সিএবিতে যান তখন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া না থাকায় সচীব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে এসেছেন। সিএবিও কোচ পরিবর্তনের পক্ষেই ছিল।
তাই আগামী দিনে মনোজ তিওয়ারীদের দায়িত্ব কে নেবে সেই প্রশ্নের উত্তর এখনো অবধি অজানা। স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘উনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। সিএবি সেটা মেনে নিয়েছে। নতুন কোচ কে হবেন তা নিয়ে আলোচনা চলছে। এখনো পর্যন্ত কোনো নাম চূড়ান্ত করা হয়নি।’’