অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা বেহালার নতুন পাড়ায় বকুলতলাগামী একটি পুলকারে ১২/সি/১রুটের একটি বাস এসে সজোরে ধাক্কা মারতেই সেই ধাক্কার জেরে পুলকারটি থামতেই তাতে একটি অটো এসে ধাক্কা মারলো। এই দুর্ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এই দুর্ঘটনায় পুলকারে থাকা তিন জন শিশু অক্ষত রয়েছে। আর পুলকারের চালক ও সহযোগী এবং অটো চালক সহ তিন জন বাসযাত্রী আহত হয়েছেন। এদিকে বাসটিও দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু দুর্ঘটনার পরই চালক পলাতক।
তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, বাসটির গতি বেশী থাকায় নিয়ন্ত্রণ হারিয়েই পুলকারটিতে দ্রুত গতিতে এসে ধাক্কা মেরেছে। যদিও যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে বড়ো কিছু দুর্ঘটনা ঘটতে পারতো বলে মনে করা হচ্ছে।