নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা সামলে আবারও অমরনাথ যাত্রা শুরু হয়ে গেছে। আজ সকালবেলা নুনওয়ান পহেলগাঁও এলাকা থেকে তীর্থযাত্রা শুরু হয়েছে। এছাড়া জম্মুর মূল শিবির (বেস ক্যাম্প) থেকেও একটি তীর্থযাত্রীদের দল রওনা দিয়েছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার মেঘভাঙা বৃষ্টির জেরে অমরনাথ যাত্রায় ভয়ানক বিপর্যয় ঘটে গিয়েছে। অমরনাথ গুহার পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টিতে নিকটবর্তী শিবির ভাসিয়ে বালতালের বেস ক্যাম্পে হড়পা বান আছড়ে পড়ে। এই ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এখনো অবধি প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছেন।
তবে ঘটনাস্থল থেকে ১৫ হাজার তীর্থযাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছিল। জম্মু-কাশ্মীর আবহাওয়া দপ্তরের সোনম লোটাস এই প্রসঙ্গে জানিয়েছেন যে, “সম্ভবত খুব ছোটো এলাকায় হওয়ার কারণে প্রবল বৃষ্টিপাতের ফলেই এমন ভয়াবহ বিপর্যয় ঘটে গিয়েছে।”