চয়ন রায়ঃ কলকাতাঃ স্ত্রীর গলায় ছুরি দিয়ে আঘাত করে নিজে বিষ খেয়ে সেই ছুরি নিয়ে সোজায় থানায় গিয়ে হাজির হলেন স্বামী। এই চাঞ্চল্যকর ঘটনাটি কলকাতার কাঁকুড়গাছি এলাকায় ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত উত্তম বাকুলির ছেলে অভিষেক বাকুলি কাঁকুড়গাছি থানায় গিয়ে অভিযোগ করে যে, “মা বাবাকে ছুরি মেরেছে।” আর এর কিছুক্ষণ পরেই উত্তমবাবু একটি ছুরি নিয়ে থানায় গিয়ে উপস্থিত হন। এরপর পুলিশের কাছে সমস্ত অপরাধের কথা স্বীকার করে নিজের বিষ খাওয়ার কথাও জানান।
এ কথা শুনেই তড়িঘড়ি পুলিশ উত্তমবাবুকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেন। এর পাশাপাশি আহত স্ত্রী ববি বাকুলিকেও একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করালে সেখানেই ববি দেবী মারা যান। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই ৫৪ বছর বয়সী উত্তমবাবু স্ত্রীকে খুন করেছেন।