অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ আবারও কেন্দ্রীয় সরকার ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করল। নতুন দামে এখন দিল্লিতে রান্নার গ্যাসের সিলিন্ডার ১০৫৩ টাকা হয়েছে। আর কলকাতায় ওই সিলিন্ডার ১০৭৯ টাকা দামে বিক্রি হচ্ছে।
এই নিয়ে দু’মাসে তিন বার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লো। এর আগে ৭ ই মে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। এরপর ১৯ শে মে আবারও রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল।
এদিন রান্নার গ্যাসের ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের পাশাপাশি পাঁচ কেজির ছোটো রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১৮ টাকা করে বাড়ানো হয়েছে। কিন্তু এদিকে রান্নার গ্যাসের দাম বাড়লেও বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমেছে।
১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু সাড়ে আট টাকা করে দাম কমানো হয়েছে। গত কয়েক মাস ধরেই দেশে মূল্যবৃদ্ধির সমস্যা চলছে। এরই মধ্যে আবারও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তদের নাভিশ্বাস উঠছে। উল্লেখ্য যে গত দু’মাসে রান্নার গ্যাসের দাম ১০৩ টাকা বৃদ্ধি পেয়েছে।