চয়ন রায়ঃ কলকাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় নবান্নে আর মোবাইল নিয়ে ঢোকা যাবে না। এমনকি বাড়িতে যে নিরাপত্তাররক্ষীরা থাকবেন তারাও মোবাইল ব্যবহার করতে পারবেন না। গতকাল নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে রাজ্যের মুখ্যসচীব ও স্বরাষ্ট্র সচীব হাজির ছিলেন।
এছাড়া শনিবার রাতেরবেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাটে এক জন ব্যক্তির হাতে রড নিয়ে ঢুকে পড়ার ঘটনায় ওই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা একজন ইনস্পেক্টর, সার্জেন্ট, দু’জন কনস্টেবল সহ কলকাতা পুলিশের মোট পনেরো জনকে সরিয়ে দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় ওই ব্যক্তি ধরা পড়লেও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নিরাপত্তা খতিয়ে দেখা হয়। রাজ্য প্রশাসনের ওপর চাপও বাড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
আজ আবারও একবার নবান্নের গেট পরিদর্শন করা হয়। নিরাপত্তা আরো আঁটসাঁট করার ব্যবস্থা করা হয়েছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেওয়ালও উঁচু করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here