নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থানা এলাকায় বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক মহিলা ও যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে রেখে মারধর করার অভিযোগ উঠেছে এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে।
অনেকে আবার এই মারধরের ভিডিও মোবাইলে ক্যামেরা বন্দি করে নেটমাধ্যমে ছড়িয়েও দিয়েছে। এরপর পুলিশ ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই মহিলা এবং যুবককে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যান।
তারপর ওই মহিলা সহ যুবককে ডাক্তারী পরীক্ষাও করানো হয়েছে। কিন্তু আপাতত এই ঘটনা প্রসঙ্গে পুলিশের কাছে কোনোরকম অভিযোগ দায়ের করা হয়নি। যদিও ইতিমধ্যে পুলিশ এই বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু করে দিয়েছে।