মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ ফের উত্তেজিত উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়া। আজ সকালবেলা ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের বাকড় মহল্লা এলাকায় সালামউদ্দিন আনসারি ওরফে মুকুল নামে এক জন ইমারতি দ্রব্যের ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সালামউদ্দিন এলাকার একটি চায়ের দোকানে বসে ধূমপান করছিলেন। ওই সময় আচমকা তাকে কয়েক জন ঘিরে ফেলে। এরপর সালামউদ্দিন লক্ষ্য করে খুব কাছ থেকে এলোপাথাড়ি ভাবে ছ’টি গুলি করা হয়। এতে মাথা ও শরীরের অন্যত্রও গুলি লাগে।
তারপর সালামউদ্দিনকে প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তার এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচয়ও ছিল ফলে এই খুনের ঘটনা কি ব্যক্তিগত আক্রোশ না ব্যবসায়িক শত্রুতা? তা জানতে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছেন।