নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরঃ গত বৃহস্পতিবার মণিপুরে টুপুল রেল স্টেশনের কাছে ভয়াবহ ধস নামে। এর জেরে মৃতের সংখ্যা বেড়ে ৮১ জন হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ এই উদ্ধারকাজ সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলও পরিদর্শন করেন। কেন্দ্রের তরফেও সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
এন বীরেন সিংহ জানান, ‘‘রাজ্যের ইতিহাসে সবচেয়ে খারাপ ঘটনা। আমরা ৮১ জনকে আমরা হারিয়েছি। যাদের মধ্যে ১৮ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান ছিলেন। এখনো প্রায় ৫৫ জন ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন। মৃতদেহগুলি উদ্ধার করতে আরো দুই থেকে তিন দিন সময় লাগবে।’’
কেন্দ্রীয় সরকার উদ্ধারকাজে সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা জওয়ানদের পাঠিয়েছে। ভারতীয় সেনার পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের দেহ সসম্মানে বাড়িতে পাঠানো হচ্ছে। এখনো অবধি ১৫ জন জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। আর নিখোঁজ ২৯ জন বাসিন্দাও।’’