নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ দুই জন ভারতীয় যুবকের সাহায্যে তিন জন বাংলাদেশী যুবক হাওড়ার বাঁকড়ায় আস্তানা গড়ে তোলায় গতকাল পুলিশ ওই দুই জন ভারতীয় যুবককে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত এক মাস থেকে তিন জন বাংলাদেশী বাঁকড়ার নয়াবাজ এলাকায় একটি ভাড়া বাড়িতে ভুয়োপরিচয়পত্র নিয়ে থাকছিল। কিন্তু হাওড়া সিটি পুলিশ মহম্মদ মনির, মহম্মদ সুমন ও রিপন হাওলাদার নামে ওই তিন জনকে ওই দেশের জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এক মাস আগে রিপনের সাহায্যে মনির এবং সুমন ত্রিপুরার সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল। এরপর রিপনকে ডোমজুড় থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড, জাল পাসপোর্ট ও সচিত্র ভোটার পরিচয়পত্র উদ্ধার হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে রিপনকে জেরা করে জানা গিয়েছে, প্রায় দশ বছর আগে রিপন ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে কয়েক বছর দিল্লিতে ছিল। এরপর মজুরের কাজ করা মনির এবং সুমনকে ভারতে মোটা টাকা রোজগারের লোভ দেখিয়ে নিয়ে এসে সকলে মিলে ওই এলাকায় আশ্রয় নেয়।
Sponsored Ads
Display Your Ads Here
আর মনির, সুমন ও রিপনকে জিজ্ঞাসাবাদ করে ভারতীয় দুই জন যুবকের নাম জানা যায়। এদিন ওই ধৃত দুই জনকে আদালতে তোলা হলে দশ দিন পুলিশী হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এর পাশাপাশি সমগ্র ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে।