মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আগামী ৪ ঠা জুলাই অর্থাৎ সপ্তাহের প্রথম দিন সোমবার একাধিক লোকাল ট্রেন বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। ফলে অফিস যাত্রীদের চরম ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
শনিবার থেকে একাধিক রেল ওভার ব্রিজের নীচে বিদ্যুৎ লাইন সহ নানা মেরামতির কাজ শুরু হবে। যা শেষ করতে মোট তিন দিন সময় লাগবে। এরমধ্যে শনিবার-রবিবার ছুটির দিন হওয়ায় বিশেষ সমস্যা হবে না। কিন্তু সোমবার কাজ শেষ হওয়ার আগে অবধি ট্রেন পরিষেবা ব্যহত হতে পারে।
ফলে পূর্ব রেল শিয়ালদহ শাখার একাধিক লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করেছে। এদিকে বনগাঁ ও অন্যদিকে ডানকুনি সহ মেইন লাইন শাখার একাধিক লাইনে ট্রেন বাতিল করা হয়েছে। এমনকি ওই দিন ছয়টি দূরপাল্লার ট্রেনও চলবে না।
তবে অফিসযাত্রীদের কথা মাথায় রেখে সকালবেলা কিছুক্ষণের জন্য কাজ বন্ধ রেখে ট্রেন চলাচল করানো হবে। কিন্তু মূল অফিস টাইম পেরিয়ে গেলে ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখতে হবে। তবে দুপুরবেলার মধ্যে কাজ শেষ করা হবে বলে আশা করা হচ্ছে।