নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির রাজগঞ্জে চোর সন্দেহে মাঝিয়ালি পঞ্চায়েত এলাকার একটি চা তৈরীর কারখানার এক নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারধরের ঘটনায় গোটা এলাকাময় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, রাতেরবেলা কারখানার ম্যানেজার শুভঙ্কর মল্লিক নিরাপত্তারক্ষীর উপর চড়াও হয়ে তাকে খুঁটির সাথে হাত বেঁধে বেধড়ক মারধর করেন। এমনকি ওই কারখানার আরেকজন শ্রমিক এই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েও দেন।

- Sponsored -
এরপর ওই নিরাপত্তারক্ষীকে পুলিশের হাতে তুলে দিয়ে শুভঙ্করবাবু জানান যে, “রাতেরবেলা কারখানায় দুষ্কৃতীদের ঢুকিয়ে খোদ নিরাপত্তারক্ষীই চুরির করার পরিকল্পনা করেছিলেন।” পুলিশ অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্তে নেমে এক জনকে গ্রেফতার করেছেন।